গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরের হোতাপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনি এলাকার মিজানুল কবির মাসুদ (৪০) ও সম্রাট (৩৫)।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি কাভার্ডভ্যান ইউটার্ন নিতে উলটো পথে হোতাপাড়ার দিকে যাচ্ছিল। ওই সময় সাংবাদিক মিজানুল কবির ও সম্রাট মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একপর্যায়ে ওই কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুইজন মহাসড়কে পড়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যায়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, হোতপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলচালক ও আরোহী দুইজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএস/এএটি