ঢাকা: জুলাই অভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।
শহীদদের স্বজনরা বলছেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ছয় মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রত্যেকটি শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
এ সময় সাবেক এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে শহীদের স্বজনরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। আওয়ামীলীগের রাজনীতি অবৈধ ঘোষণা করতে হবে।
রাজধানীর লক্ষ্মীবাজারে শহীদ শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র নাদিমুল হাসান এলেমের বাবা মো. শাহ আলম বলেন, সব শহীদদের হত্যার বিচার করতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। প্রতিটি শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা আজীবন ফ্রি করে দিতে হবে।
আন্দোলনকারীরা বলছেন, সরকারের পক্ষ থেকে কেউ এখানে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরকেআর/এএটি