ব্রাহ্মণবাড়িয়া: ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
![](http://bnpub.banglanews24.com/public/userfiles/images/Saidur/SRS%2027-09-2022/SRS%2015-10-2022/SRS%2025-10-2022/SRS%2002-11-22/SRS%2015-11-22/SRS%2029-11-22/SRS%2013-12-2022/SRS%2028-09-2023/SRS%2012-10-2023/SRS%2020-10-2023/28-10-2023/SRS%2001-11-2023/SRS%2004-11-2023/SRS%2010-11-2023/SRS%2017-11-2023/SRS%2018-11-2023/SRS%2024-11-2023/SRS%2001-12-2023/SRS%2012-12-24/SRS%2003-01-2024/SRS%2012-01-2024/SRS%2016-01-2024/SRS%2026-01-2024/SRS%2003-02-2024/SRS%2023-02-2024/SRS%2010-03-2024/SRS%2022-03-2024/SRS%2024-03-2024/SRS%2023-04-2024/SRS%2030-04-2024/SRS%2003-05-2024/SRS%2010-05-2024/SRS%2026-05-2024/SRS%2004-06-2024/SRS%2009-06-2024/SRS%2012-06-2024/SRS%2017-06-2024/SRS%2010-06-2024/SRS%2002-07-2024/SRS%2009-07-2024/SRS%2013-07-2024/SRS%2031-07-2024/SRS%2013-08-2024/SRS%2021-08-2024/SRS%2012-09-2024/SRS%2021-09-2024/SRS%2018-10-2024/SRS%2023-11-2024/SRS%2030-11-2024/SRS%2012-12-2024/SRS%2001-01-2025/17-01-2025/Brahmanbaria-1.jpg)
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অনিক (পিন্টু), যুগ্ম আহ্বায়ক রাহিম আলম, যুগ্ম আহ্বায়ক রেশব আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস