দিনাজপুর: সারাদেশের মতো দিনাজপুরেও চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সদর উপজেলার বাঙ্গীবেচাঘাট এলাকার ওবায়দুল (৫২), সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার উত্তর মাদিপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে রনি আহমেদ (২৫), ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রাজু আহম্মেদ (৩২), বিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলার শিমুলতলী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফিরোজ কবির মানিক (৩৮), বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মছি উদ্দিনের ছেলে আরফান আলী বাবুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় সাতটি মাদক মামলায় ১৩ ও ওয়ারেন্টের ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৯৩ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
আরএ