ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ

স্টাফ করেসপন্ডেন্ট ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ

খাগড়াছড়ি: দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক পুড়ছে। প্রায় দুই ঘণ্টা ধরে একের পর এক কটেজ-রেস্তোরাঁ আগুনে জ্বলছে।

শুষ্ক মৌসুম এবং পানি স্বল্পতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সবশেষ খবর অনুযায়ী, দীঘিনালা থেকে যাওয়া ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুপুর ৩টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘চাঁদের বাড়ি’ নামের একটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়েছে।  

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

তবে দুপুরে অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ১৫টি কটেজ-রেস্তোরাঁর নাম জানা গেছে। এগুলো হলো ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ও চাঁদের বাড়ি কটেজ, চিলেকোঠা রেস্তোরাঁ, মেঘপাই রেস্তোরাঁ ও মনটানা রেস্তোরাঁ।

চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. রাফিউল হক বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে আগুনে জ্বলতে জ্বলতে এখন আমার কটেজে আগুন ছড়িয়ে পড়েছে।

ফদাংথাং কটেজের সাফায়াত হীরা বলেন, ইকোভ্যালী কটেজের আশপাশ থেকে আগুনের শুরু। এরপর এক এক করে পুড়ছে আর পুড়ছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।