ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মার্চ ৮, ২০২৫
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপজেলার মিরাশী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত মন্নান মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শনিবার সকালে কোচিং করার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। পথে একটি মুদি দোকান অতিক্রম করার সময় মন্নান তার পিছু নেন। পেছনে হেঁটে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন এবং নির্জন খোলা জায়গায় যাওয়ার পর তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।

এ সময় ছাত্রীর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মন্নানকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এরপর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন সরকারসহ পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যান।

দণ্ডবিধির ৫০৯ ধারার অপরাধ অমান্য করার প্রমাণ পাওয়ায় মন্নান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।