ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ধর্ষকের ফাঁসি দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
মাগুরায় ধর্ষকের ফাঁসি দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ ধর্ষকের ফাঁসি দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ

মাগুরা: ধর্ষকের ফাঁসি দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। রোববার সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নিয়ে জনতা ধর্ষকের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন।

পরে বিকেলে তারা শহরের ভায়না মোড়ে জাতীয় মহাসড়কও অবরোধ করেন।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন দুঃসাহস দেখাচ্ছে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের ফাঁসি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন রকিবুল ইসলাম, সাদিয়া সুলতানা, মোহাম্মদ হোসাইন, সুবর্ণা ইসলাম ঋতু এবং মারিয়া সুলতানা।

অবরোধের এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার সাথে আইনজীবীদের বাকবিতন্ডা হয়। আইনজীবীরা জনতাকে আশ^স্ত করার চেষ্টা করেন যে, ধর্ষকের উপযুক্ত বিচারের জন্য তাদের পক্ষ থেকে যা যা করণীয় তারা তা করবেন। কিন্তু, তাদের কথায়ও অবরোধকারীরা নিবৃত হন না।

এক পর্যায়ে সেখানে সেনাবাহিনীর সদস্যরা এস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের সাথেও অবরোধকারীদের বাকবিতন্ডা হয়।

পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আদালত চত্বর থেকে বের হয়ে মিছিল নিয়ে ভায়নামোড়ে এসে অবরোধ করেন। সেখানে তারা ইফতারির আগ পর্যন্ত অবস্থান নিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।

গত বুধবার (০৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। পুলিশ ওই ঘটনায় চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৯ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।