ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

জাতীয়

ঈদে টাঙ্গাইল শহরে অটোরিকশার জটে ভোগান্তি চরমে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
ঈদে টাঙ্গাইল শহরে অটোরিকশার জটে ভোগান্তি চরমে

টাঙ্গাইল: ঈদের আগে প্রতি বছর টাঙ্গাইল শহরে অটোরিকশার জটে ভোগান্তি লাঘবে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এ বছরও ১৫ রমজান থেকে অন্তত ৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে পৌরসভা।

তবে সদস্যরা দায়িত্ব পালন না করায় যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।  

পৌরসভা সূত্র জানায়, চার হাজার ২০০ ব্যাটারি চালিত অটোরিকশা ও সাড়ে ৫ হাজার মেট্রোরিকশার অনুমোদন দিয়েছে পৌরসভা। তবে বাস্তবে এর কয়েকগুণ ব্যাটারিচালিত অটোরিকশা ও মেট্রোরিকশা শহরে চলাচল করছে।  

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা শহরে চলাচল করছে। তবে পৌরসভার নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন না করায় ৫ মিনিটের সড়ক যেতে সময় লাগছে ৩০ থেকে ৩৫ মিনিট।  

আলকাস মিয়া নামের এক অটোরিকশা চালক বলেন, কুমুদিনী কলেজ গেট হতে থানার সামনে আসতে প্রায় ৩৫ মিনিট সময় লাগলো। রমজানের মাঝামাঝি সময়ে স্বেচ্ছাসেবক চোখে পড়লেও এখন তাদের দেখা যাচ্ছে না। এতে যানজট বেড়েই চলছে।  

নাম প্রকাশ না করা শর্তে এক স্বেচ্ছাসেবক বলেন, প্রতিদিন ইফতারের টাকা ছাড়াও ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তারপরও অনেক স্বেচ্ছাসেবক সঠিক দায়িত্ব পালন করছেন না।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ও প্রশাসক প্রশাসক মো. শিহাব রায়হানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।