ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে যারা দেশের ভালো দেখতে চায় না, তারাই লুটপাট চালিয়েছে। তবে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না।



মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

দেশে বিনিয়োগ সম্মেলন চলছে, এই অবস্থায় ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর হয়েছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন  বলেন, যারা দেশের ভালো দেখতে চায় না, তারাই লুটপাট চালিয়েছে। তবে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না।

তিনি বলেন, যারা এসব করেছে, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে হবে। এই মুহুর্তে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হচ্ছে। সময়টা বুঝতে হবে। তবে এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে, সেটাও বিবেচনায় নিতে হবে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখান থেকে কেউ কেউ  দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।