ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কেবল তারিখ পেছানো নয়, এবার পুরো পিএসসির সংস্কার চান চাকরিপ্রার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
কেবল তারিখ পেছানো নয়, এবার পুরো পিএসসির সংস্কার চান চাকরিপ্রার্থীরা

ঢাকা: কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, এবার পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় এবং অনিয়মের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সানোয়ার জাহানের পদত্যাগসহ তারা আট দফা দাবি জানিয়েছেন।

রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আট দফা তুলে ধরেন চাকরিপ্রার্থী ইমতিয়াজ আহমেদ সিয়াম।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের আয়োজন করতে হবে।

খাতা মূল্যায়নে গতিময়তা এবং নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা; দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার পর ও ফলাফল প্রদানের আগে ক্যাডার বাছাইয়ের সুযোগ প্রদান; ৪৫ থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস পূরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে ভাইভার পূর্বেই ক্যাডার চয়েস নেওয়া।

প্ৰিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এবং প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করতে হবে এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ; এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি ২৩ সংস্কার।

সংবাদ সম্মেলনে ইমতিয়াজ আহমেদ সিয়াম বলেন, আমাদের আন্দোলন এখন পরীক্ষার তারিখ পরিবর্তনে সীমাবদ্ধ না। আমরা পুরো পিএসসির সংস্কার চাই। পিএসসি সম্পর্কে যেসব ভয়াবহ কথা শুনেছি, তাতে আমরা আর ভরসা রাখতে পারছি না। জুলাইয়ের শহীদরা এমন পিএসসি দেখতে আত্মত্যাগ করেনি।

গত ১৬ এপ্রিল চাকরিপ্রার্থীদের যৌথবাহিনীর মারধরের ঘটনা সামনে এনে তিনি বলেন, হাসিনার আমলেও এ ধরনের মারধরের শিকার হইনি। তবে কি এক ফ্যাসিস্ট সরিয়ে আমরা আরেক ফ্যাসিস্টকে বসিয়েছি? আপনি পিটিয়ে আমাদের হাতের আঙুল ভাঙছেন না, ভাঙছেন দেশের মেরুদণ্ড।

সিয়াম বলেন, ৪৬তম বিসিএসের লিখিত প্রশ্ন ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। যেসব মডারেটররা প্রশ্ন জমা দেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে ৫ আগস্টের পর কোনো প্রশ্ন জমা নেওয়া হয়নি। পিএসসি বলছে প্রশ্ন করা হয়ে গেছে। তবে এ প্রশ্ন তো ৫ আগস্টের আগের। এ প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে।

আরেক চাকরিপ্রার্থী শাহ আলম স্নেহ বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিতে প্রশ্ন ফাঁসের কথার স্বীকারোক্তি দিয়েছে অপরাধীরা। তাদের বিষয়ে পিএসসি দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রশ্ন ফাঁসের বৈধতা দেওয়ার জন্য আরও ১১ হাজারকে উত্তীর্ণ ঘোষণা করেছে।

তিনি বলেন, পিএসসির এসব অরাজকতায় এবং শান্তিপূর্ণ আন্দোলনে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বহিষ্কার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

আরেক চাকরিপ্রার্থী শাহরিয়ার ইসলাম বলেন, মারধরে আমার ডান হাতের দুটি আঙুলের হাড় ভেঙে গেছে। আমার অপরাধ কী ছিল? আমি তো অযৌক্তিক কিছু নিয়ে যাইনি। ডাক্তার বলেছেন, আগামী ২১ দিন পর পুনরায় এক্সরে করতে হবে। মানসিকভাবে পুরো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। এ পরিস্থিতিতে আমি পরীক্ষায় বসতে পারব কিনা তার কোনো নিশ্চয়তা নেই।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য আগে পিএসসি সংস্কার করতে হবে। এ সংস্কার না হলে দেশের সংস্কার কারা করবে? যে প্রতিষ্ঠানের সংস্কারের জায়গা থেকে ১৮ এবং ২৪ এর কোটা সংস্কার আন্দোলন শুরু তা সবকিছুর আগে সংস্কার করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।