ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন হচ্ছে শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জন

ঢাকা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।

জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা বনানী থানার (ওসি অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, রোববার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায়, এ তিনজন সরাসরি পারভেজ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।

গ্রেপ্তার এ তিনজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতি, পিয়াস ও মেরাজের স্কুল বন্ধু। তাদের ডাকেই তারা হত্যাকাণ্ডে যুক্ত হয়। গ্রেপ্তার এ তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।

এর আগে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, আলভী হোসেন জুনায়েত, আল আমিন সামি ও আল কামাল।

সোমবার (২১ এপ্রিল) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সোরোয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে জাহিদুল ইসলাম পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একটি গ্রুপ ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে সেইদিন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।