ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা: বৈদ্যুতিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল রেল চলাচল। ফলে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন মেট্রোর অপেক্ষায় যাত্রীরা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় মেট্রোরেলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়৷ এরপর থেকে বন্ধ রয়েছে মেট্রো চলাচল।  বিভিন্ন স্টেশনে আটকে আছে মেট্রোরেল।

মেট্রোরেল স্টেশন সূত্রে এই তথ্য জানা যায়।

এদিকে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল পাঁচটার দিকে শাহবাগ হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে মেট্রোরেল চলাচলের জন্য চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসসি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।