ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফ্যাসিস্টের সময়ে প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন, তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে: জিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, আগস্ট ২৬, ২০২৫
ফ্যাসিস্টের সময়ে প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন, তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে: জিএমপি কমিশনার জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, আমি সত্যিই মর্মাহত হই।

প্রথম আলোর সিরিজ প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি ফেস দ্য পিপলের মুখোমুখি হন নাজমুল করিম। সেখানে এক প্রশ্নের জবাবে উপস্থাপককে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে নাজমুল করিম খান বলেন, যদি সত্যিই নেগেটিভ কিছু থেকে থাকতো অনেক মিডিয়া আছে, তাদের চোখে ধরা পড়তো। একটা মাত্র মিডিয়া, ওনার চোখেই ধরা পড়ল, উনি তিনটি সিরিজ করলেন-আমি এটির জবাব আসলে জানি না।

ঢাকায় থাকেন, কিন্তু অফিস করেন গাজীপুরে। কেন? এই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, আমি যে বাসায় থাকি সেটি ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, সেখানে। নিজস্ব বাড়ি না। পুলিশ হেডকোয়ার্টারসের মাধ্যমে আমি একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি। সেখানে আমার পরিবারও থাকে এবং বেতন থেকে ওই ফ্ল্যাটের ভাড়াও কেটে নেওয়া হয়।  

আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করবো এটা সম্ভব না। এটি যদি কেউ বলে থাকে... আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।  

প্রথম আলো কেন পরপর তিনটি সিরিজ প্রতিবেদন করলো, এমন প্রশ্নে তিনি বলেন, প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমি যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন। অন্যরা দেখেছে। তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।  

তিনি আরও বলেন, আমি নাজমুল শুধু এই প্রোটেকশন ব্যবহার করছি না। আমার আগের কমিশনার প্রোটেকশন নিয়েছে। আমি যেদিন জয়েন করতে গিয়েছি, সেদিন টঙ্গী থেকে আমাকে প্রোটেকশন দিয়েছে। এখন যদি সরকার বলে তুমি প্রোটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রোটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।