ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি, দাবি আদায় না হলে বুধবারও বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, মে ২৭, ২০২৫
সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি, দাবি আদায় না হলে বুধবারও বিক্ষোভ

ঢাকা: সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবারের (২৭ মে) মধ্যে অধ্যাদেশ প্রত্যাহার না করা হলে আগামীকাল বুধবারও (২৮ মে) সচিবালয়সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দেড়টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আজ সাড়ে ১০টায় আমরা বিক্ষোভ করেছি। সকালে সচিবালয়ে মিডিয়া প্রবেশ করতে না দেওয়ায় আমরা ক্ষোভ জানিয়েছি। আজকে সব পর্যায়ের কর্মচারীরা নেমে এসেছে। সারাদেশে আন্দোলন হয়েছে। তারা বলেছেন, সারাদেশে আন্দোলন চলবে। আন্দোলন আরও বেগবান হবে। অধ্যাদেশ থাকলে অপপ্রয়োগ করা হবে। অনেক মন্ত্রণালয়ে কঠোরভাবে বলা হয়েছে, তোমরা বাইরে যেতে পারবে না।

নুরুল ইসলাম আরও বলেন, ভূমি সচিবকে প্রধান করে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। দুপুর ২টার সময় ভূমি সচিবের সঙ্গে মিটিং আছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় কর্মসূচি রয়েছে। আমরা চাই প্রধান উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার আগে যেন বিষয়টা সুরাহা করে যান।

কর্মবিরতিতে যাবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আজকে বিকেল ৪টায় কর্মসূচি ঘোষণা করবো।

দুপুর পৌনে ২টায় সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর জানান, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আমরা আন্দোলন করেছি। সবাই অংশগ্রহণ করেছে। অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দুপুর ২টায় ভূমি সচিবের নেতৃত্বে ৭ সদস্যদের কমিটির সঙ্গে মিটিং আছে। মিটিংয়ের পর আগামীকাল কর্মসূচি ঘোষণা করবো।

হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনারা না বুঝে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে, টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা স্লোগান নিয়ে বাদাম তলা চত্বরে উপস্থিত হন এবং দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাদের স্লোগান ছিল ‘এক দফা এক দাবি কালো আইন কবে যাবি, মানি না মানবো না’ অবিলম্বে কালো আইন বাতিল করো করতে হবে।

কালো আইন বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ সচিবালয়ের (নন-ক্যাডার) কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ মিছিল বের করা হয় ।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।