ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুলাই ২, ২০২৫
দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় বিএনপির নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারকে (৬৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২ জুলাই) সকাল ৬টায় উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

 

নিহত হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।  

জানা যায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে হঠাৎ তিন যুবক এসে হারুন মাষ্টারকে গুলি করে চলে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

হারুন মাস্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হন। এসময় তিন যুবক তাকে গুলি করে চলে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।  

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তার মাথা, ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।  

এদিকে খবর পেয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, স্থানীয় কারো সঙ্গে তার শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।