ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, জুলাই ৩, ২০২৫
ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত রিনা ত্রিপুরা

ঢাকা: রাজধানীর গ্রিন রোড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। আহতের নাম রিনা ত্রিপুরা,তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরের দিকে গ্রিন রোড এলাকায় এই ছুরিকাঘাতে ঘটনা ঘটে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

আহত শিক্ষার্থীর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুয়েল ত্রিপুরা জানান, তার বোন রিনা ত্রিপুরা মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। গত বছর এই কলেজ থেকেই সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তবে পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর জানা যায় সেই আইসিটিতে ফেল করেছে। ৭ জুলাই আবারো শুধু আইসিটি পরীক্ষা দেওয়ার কথা। এই কারণে দেশের বাড়ি থেকে বাসযোগে কলাবাগান এলাকায় নামে। সেখান থেকে ভোর বেলায় রিকশা যোগে গ্রিন রোড এলাকায় কলেজের ছাত্রাবাসে ফিরছিল। কলেজের ছাত্রাবাসের সামনেই ছিনতাইকারী তার রিকশাটি প্রতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্রগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়। প্রাথমিকভাবে আমার আহত বোনের কাছে কাছ থেকে এতটুকুই জানতে পেরেছি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

রিনা ত্রিপুরা বান্দরবান থানচি উপজেলার বিদ্যামনি পাড়া গ্রামের অন্দ্রমনি ত্রিপুরার সন্তান।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক। এই বিষয়ে তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া  হচ্ছে এবং আহত ওই শিক্ষার্থীর ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। আসলে ঘটনাটি কোথায় ঘটেছে সেটাও বের করার চেষ্টা করা হচ্ছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি কোথায় ঘটেছে সেটাও বের করার চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাটি  কোন থানার আওতায় সেটি বের করার চেষ্টা করছেন। পাশাপাশি শিক্ষার্থীর অবস্থার সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন।

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।