ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, জুলাই ৩, ২০২৫
ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

ঢাকা: ক্যাডার বহির্ভূত পদে সিনিয়র সহকারী সচিব হিসেবে ১০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪" এর বিধি-৫ অনুযায়ী‌ সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড (টাকা: ৩৫,৫০০/-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজী মোহাম্মদ মইনুদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের মো: জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য সেবা বিভাগের মো. রফিকুল ইসলাম, অর্থ বিভাগের মো. ফখরুল ইসলাম ও নাহিদ নিগার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. আবদুল্লাহ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. জাকির হোসেন খান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মো. শহীদুজ্জামান খন্দকার, সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক মো. গোলাম সারওয়ার খান পাঠান, খাদ্য মন্ত্রণালয়ের ফারজানা ইয়াসমিন।

পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র পাঠাবেন। তদরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে কর্মরত থাকবেন।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ