বরিশাল নগরে বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজে অর্থায়নের পূর্বানুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
যেখানে প্রস্তাবিত জিওবি অংশের ৭০১ কোটি টাকার মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৫৬১ কোটে টাকাই জিওবি অনুদান হিসেবে অর্থায়নে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা. রুখসানা রহমান সাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
যেখানে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িতব্য “বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব)” শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত জিওবি অংশের ৭০১.৫৩৯৯ কোটি টাকার মধ্যে ৮০% জিওবি অনুদান ৫৬১.২৩১৯ কোটি টাকা এবং ২০% জিওবি ঋণ ১৪০.৩০৮০ টাকা জিওবি অনুদান হিসেবে অর্থায়নে ৭ টি শর্তে অর্থবিভাগের সম্মতি প্রদান করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে এক পত্রের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
প্রধান নির্বাহী বলেন, বরিশালকে, ধান-নদী-খালের অঞ্চল হিসেবে গণ্য করা হলেও নানাবিধ কারণে বরিশাল নগরীর খালগুলো মৃত প্রায় হয়ে পড়েছে। অর্থ বিভাগ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনঃউদ্ধার ও পুনঃখনন কাজ-শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় দেয়ায় চলমান কাজ আরো ত্বরান্বিত হবে।
প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে বদলে যাবে নগরীর দৃশ্যপট এমনটাই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকারের সহায়তায় প্রশাসকের নেতৃত্বে বরিশাল নগরবাসী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাবে।
এমএস/এমএম