সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ঘিরে আদালতের কোনো নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ কোনো আদেশ পায়নি।
এ বিষয়ে কারা সদর দপ্তর থেকে (অতিরিক্ত কারা মহাপরিদর্শক) মো. জাহাঙ্গীর কবির বলেন, সাবেক আইজিপির বিষয়ে আদালতের আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমরা পায়নি।
উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হতে চান, এমন খবর প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তর আজ রাতে এই বার্তা দিয়েছে।
এজেডএস/এমজেএফ