ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে ‘বানোয়াট সংবাদ বিজ্ঞপ্তি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুলাই ১০, ২০২৫
৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে ‘বানোয়াট সংবাদ বিজ্ঞপ্তি’

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যা কমিশনের দৃষ্টিগোচরে এসেছে। প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি/বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এমআইএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ