ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বিওএর বিশেষ সভায় সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, জুলাই ১৭, ২০২৫
বিওএর বিশেষ সভায় সেনাপ্রধান সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যরা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।  

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বুধবার (১৬ জুলাই)  এ সভা হয়।

এ বিশেষ সভায় বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিওএর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রটি কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভায় অনুমোদিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।  

সভায় প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া, সভায় আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।