ঢাকা: আগামী পাঁচ-ছয়টা দিন আমাদের বাংলাদেশের জন্য আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, সেটার জন্য খুবই ক্রসিয়াল একটা টাইম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ'র সভাপতি মাসউদুল হক। সংলাপটি সঞ্চলনা করেন বিএসআরএফ'র সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয়টা দিন আমাদের বাংলাদেশের জন্য আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, সেটার জন্য খুবই ক্রসিয়াল একটা টাইম। জুলাই সনদ নিয়ে কাজ হচ্ছে। ৫ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি, জুলাই গণঅভ্যুত্থানের। আজকে খুবেই সিরিয়াস মিটিং হচ্ছে, জুলাই সনদকে চূড়ান্ত করতে।
তিনি বলেন, যাই হোক না কেন, যেভাবেই জুলাই সনদ হোক না কেন এটার প্রভাব গিয়ে ইলেকশনে পড়বে না। ইলেকশন তার সময় মতো হয়ে যাবে। এটুকু আমরা বলতে পারি। এ বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে তার অবস্থান এখানে এবং পুরো কেবিনেটের এখানে দৃঢ় অবস্থান।
তিনি আরও বলেন, আমাদের কেবিনেটে যারা আছেন, তারা আগে অনেক কাজে নিয়োজিত ছিলেন। তারা তাদের পুরোনো কাজে ফিরে যেতে চাচ্ছেন।
প্রেস সচিব বলেন, আমাদের এক বছর হয়ে গেল। আমরা কতটুকু সফল, কতটুকু ব্যর্থ আপনারা জাজ করবেন। কিন্তু আমার মনে হয়, আমরা যে ভয়নক রকমের একটা ভূমিকম্পে.. মানে ভূমিকম্পে যেমন একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এ সরকার চেষ্টা করেছে, দেশটাকে আবার গ্রোথে জায়গায় ফিরিয়ে আনতে। সে জায়গায় আমি মনে করে এই অন্তর্বর্তী সরকার খুবই সফল।
তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে কাজ হয়েছে। আমি বলবো খুবই সিরিয়াস কাজ হয়েছে। বাংলাদেশে সুশান প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি এগুলো খুবই যুগান্তকারী পদক্ষেপ। এ কাজগুলো সামনে আরও সাহায্য করবে।
জিসিজি/জেএইচ