ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে একদিনে দুই সমাবেশ

সীমিত যান চলাচলে ছিল না যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, আগস্ট ৩, ২০২৫
সীমিত যান চলাচলে ছিল না যানজট

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশের কারণে রোববার (৩ আগস্ট) সড়কে যানবাহন কম। সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষেকে।

রোববার (৩আগস্ট) রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, আসাদগেট, কলেজগেট, ও শ্যামলী ঘুরে সড়কের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে আফিস শেষে গন্তব্যের উদ্দেশে যাত্রা করা মানুষের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। তবে কোথাও কোনো যানজটের দেখা মেলেনি। কোথাও কোথাও ট্রাফিক সিগন্যালগুলোতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।

কারওয়ান বাজার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আমিনুল ইসলাম বলেন, সড়কে গাড়ি খুব কম। বেশ কিছু সময় দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না। মাঝে মধ্যে গাড়ি আসলেও সেগুলোতে ওঠার অবস্থা নেই।

সোহেল রহমান নামে এক যাত্রী বলেন, সমাবেশের কারণে সড়কে তেমন একটা গাড়ি নেই। অন্যদিন অফিস শেষে এ সময় রাস্তায় যানজটে আটকা পড়ে থাকতে হয়। আর আজ রাস্তা ফাঁকা। গাড়িই নেই। ১০-১৫ মিনিট হলো দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না।

এদিকে সমাবেশ কেন্দ্রিক সড়কের পরিস্থিতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ রাজধানীতে তিনটি বড় ইভেন্ট রয়েছে। এ তিনটা ইভেন্ট ঘিরে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি। এর বাইরে গোয়েন্দা পুলিশ ও সিটিটিসি তারাও সক্রিয় রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন এমন বড় জনসমাগম মোকাবিলা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পুলিশিং ব্যবস্থা রয়েছে। এর বাইরে তিনটা ইভেন্টকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা রয়েছে। আমরা এরই মধ্যে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নগরবাসীকে এ বিষয়ে অবহিত করেছি। সমাবেশ চলাকালে কোন সড়ক ব্যবহার করে চলাচল করতে হবে সে বিষয়ে পরামর্শ প্রদান করেছি।

এদিকে একদিনে সমাবেশ ঘিরে কয়েকটি সড়ক ডাইভারশন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৩ আগস্ট) রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

এ প্রসঙ্গে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জনসমাবেশ’ করবে এনসিপি। এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান।

এজন্য গণবিজ্ঞপ্তিতে যান চলাচলের বিকল্প রুট ও ডাইভারশনের কথা জানানো হয়। সেগুলো হলো-

১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।

২. কাঁটাবন মোড় পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলবে।

৩. মৎস্য ভবন মোড়, হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যান চলবে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে। কাকরাইল দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাবি দিকে যাবে।

৪. টিএসসি/রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যান শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে চলবে। এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।