ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

২৮ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, অক্টোবর ১৫, ২০২৫
২৮ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে ২৮ ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকার কেমিক্যাল গোডাউনের আগুন প্রায় ২৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয় নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।  

তিনি বলেন, আজ বিকেল ৪টা ২০ মিনিটে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ আমাদের পাঁচটি ইউনিট কাজ করছিল।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে মিরপুরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামে রাসায়নিক গুদামে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

দীর্ঘ প্রচেষ্টার পর ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।