ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘অবরোধকে সার্থক করার প্রয়াস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, জানুয়ারি ১২, ২০১৫
‘অবরোধকে সার্থক করার প্রয়াস’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: সুপ্রিম কোর্টে বোমা হামলার পেছনে ‘অবরোধকে সার্থক করার প্রয়াস’ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবরোধ সফল করতে রাস্তায় গাড়িতে ইট ছুড়া অবরোধ সার্থক করার প্রয়াস হতে পারে। আদালতে এটা করলে হয় তো বিচারক বসবেন না।

রোববার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২টি বেঞ্চে ৩টি বোমা পাওয়া যায়। এ বিষয়ে তিনি বলেন, আদালত শঙ্কার মধ্যে আছে, এতে আমরাও ঝুঁকিতে আছি। আমরা পুলিশের সহায়তা নেওয়ার চেষ্টা করছি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বোমা রাখার বিষয়টি দুশ্চিন্তার বিষয়। আদালতকে ভয় দেখানোর জন্য, এটা হতে পারে। বিচারকে ব্যাহত করার জন্যও তারা এ কাজ করে থাকতে পারে।

তিনি আরও বলেন, এই আদালতে (বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন বেঞ্চ) একটি মামলার শুনানি চলছে। মামলাটি বাঁশের কেল্লা সমর্থনকারীদের টেলি-কমিউনিকেশন বিষয়ক মামলা। যার মালিকানায় বিএনপি নেতার পরিবারের সদস্য রয়েছেন। এই মামলায় তারা সময়ও প্রার্থনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।