ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কারাগারে ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, নভেম্বর ৯, ২০১৫
কারাগারে ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে রেডিও ও সার্কিটযুক্ত যেকোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কারা অধিদফতর।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির কারা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা জারির কথা সোমবার (৯ নভেম্বর) রাতে বাংলানিউজকে জানান।



তিনি বলেন, ১০ দিন আগে থেকে কেন্দ্রীয় কারাগারে রেডিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর সার্কিটযুক্ত কোনো ডিভাইস নিয়ে কারাগারে প্রবেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল।

কারা অধিদফতর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভেতর থেকে কারাবন্দিরা যেন বাইরে কোনোভাবে যোগাযোগ স্থাপন না করতে পারেন, সেজন্য সবোচ্চ সতর্ক এখন সব কারাগার কর্তৃপক্ষ।

বিভিন্ন সময়ে কারাগার থেকে মোবাইল ও এ জাতীয় ডিভাইস পাওয়া যাওয়ায় এ ব্যাপারে এমন কড়াকড়ি আরোপ করা হলো।
 
সূত্রটি আরও জানায়, এ কড়াকড়ির পাশাপাশি সব কারাগারে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও বেশি তৎপর হয়েছে কারা গোয়েন্দা টিমও।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫/আপডেট ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১০
এসজেএ/এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।