ঢাকা: ম্যানহোলে পড়া শিশু নীরবকে পাওয়া গেছে। মঙ্গলবার (ডিসেম্বর ০৮) রাত আটটা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বাংলানিউজকে জানান, আমাদের ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা করলে বোঝা যাবে সে জীবিত না মৃত।
এর আগে মঙ্গলবার (ডিসেম্বর ০৮) বিকেল পৌনে ৫টার দিকে ম্যানহোলের ঢাকনা না থাকা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তার পিতার নাম মো. রেজাউল। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
শিশুটি ম্যানহোলে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন সরকার বাংলানিউজকে জানিয়েছিলেন, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভেতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটিকে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
পরে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা,ডিসেম্বর ০৮, ২০১৫ সর্বশেষ আপডেট ২০৩০ ঘণ্টা
এনএ/আরআই
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ