আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে অভিযান চালিয়ে ১০৭ বোতল হুইস্কি ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জেলার কসবা উপজেলার ধজনগর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৫৫ বোতল হুইস্কি জব্দ করে। একই উপজেলার মন্দভাগ সীমান্তে অভিযান চালিয়ে আরো ৩৫ বোতল হুইস্কি জব্দ করে। এছাড়া বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল হুইস্কি জব্দ করা হয়।
এদিকে, আখাউড়া উপজেলার নূরপুর গ্রাম থেকে বিজিবি সদস্যরা ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করে।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম হুইস্কি ও ফেনসিডিল উদ্ধার হওয়ার এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
এমজেড