ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সাভারে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

সাভার (ঢাকা): সাভারে সড়ক দুর্ঘটনায় মহসিন ও মাসুদ নামে দুই সবজি ব্যবসায়ী মারা গেছেন।

বুধবার (৯ ডিসেম্বর) ভোর রাতে সাভারের ভাকুর্তা এলাকার তুরাগ মোগড়াকান্দা পুলিশ চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তিদের বাড়ি কেরানীঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী এলাকায়।

পুলিশ সূত্র জানায়, ভোর রাতে সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ডাকাতের হাতে ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন।

তারা বলেন, ভোর রাতে মহসিন ও মাসুদ নামে ওই দুই ব্যবসায়ী পিকঅ্যাপ ভ্যানে সবজি নিয়ে মিরপুরের উদ্দেশে রওয়ানা হন। তুরাগ লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে সড়ক অবরোধ করে তাদের কুপিয়ে হত্যা করে ডাকাতরা এবং সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।