ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসকন মন্দিরে হামলা

গাইবান্ধায় আটক ৫ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
গাইবান্ধায় আটক ৫ জন কারাগারে ফাইল ফটো

গাইবান্ধা: দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধার পলাশবাড়ী থেকে আটক পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।


 
আটক ব্যক্তিরা হলেন- ঘটনাস্থল থেকে আটক শরিফুলের বাবা সাখাওয়াত হোসেন (৬০), প্রতিবেশী আবু জাফর ইকবাল (৪৯) এবং তার তিন ছেলে ফরহাদ, ফুয়াদ ও শিহাব।  
 
এর আগে, শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় আবু জাফর ইকবালের বাড়ি থেকে বেশকিছু সরকারি ওষুধ ও জিহাদি বই উদ্ধার করা হয়। ইকবাল স্থানীয় কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী।  
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আটক পাঁচজনকে কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন তা জানানো সম্ভব হচ্ছে না।
  
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আটক হয় শরিফুলকে (২৯)। পরে, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই পাঁচজনকে আটক করা হয়।
  
এদিকে, শরিফুলের মা সালেহা বেগম বাংলানিউজকে বলেন, তার স্বামী সাখাওয়াত হোসেন ও মেঝো ছেলে আনারুল ১৯৯০ সাল থেকে কানাডা প্রবাসী। দুই বছর আগে তিনি বাড়িতে আসেন। বড় ছেলে মানসিক প্রতিবন্ধী সাহারুল বাড়িতেই থাকেন। ছোট ছেলে শরিফুল ইসলাম গত ৬/৭ মাস ধরে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।
 
তবে, শরিফুল ঘটনার দিন কি কারণে বা কবে ঢাকা থেকে দিনাজপুর গিয়েছেন সে বিষয়ে কিছুই জানেন না সালেহা বেগম।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।