ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে আসন্ন পৌরসভা নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক সেক্রেটারি টমাস এ শ্যানন।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘বিইউএস-বাংলাদেশ রিলেশন: ওয়ার্কিংটুগেদার অন গ্লোবাল ইস্যুস’ শীর্ষক এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।
পৌরসভা নির্বাচন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করেন। তাই সবাইকে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া উচিত বলে মনে করেন টমাস এ শ্যানন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এ দেশের সৈনিকদের প্রশংসা করে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সৈন্যদের পাশাপাশি আমেরিকার সৈন্যরাও কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নেন্স চেয়ারম্যান মো. মুন্সী ফয়েজ আহম্মেদ, মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/টিআই