ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা ছবি: প্রতীকী

ঢাকা: অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই সব প্রতিষ্ঠানে থাকা পচা ও বাসি মিষ্টি ধ্বংস করা হয়।


 
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উত্তর শাহজাহানপুর এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
 
তিনি বলেন, অভিযানে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, আল ইসলামী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার ও মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে গোড়ান এলাকার বেশ কয়েকটি বেকারির ও অন্যান্য কিছু প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এই অভিযানে আরো উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সোয়েবসহ অন্য কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এজেডএস/এনএ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।