ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে দস্যু আফসার বাহিনীর প্রধান গুলিবিদ্ধ অবস্থায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সোনাগাজীতে দস্যু আফসার বাহিনীর প্রধান গুলিবিদ্ধ অবস্থায় আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু আফসার বাহিনীর প্রধান নুরুল আফসার (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ অবস্থায় তাকে  আটক করেছে র‌্যাব৷

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তাকে আটক করা হয়৷

অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য দস্যু নুরুল আফসারকে নিয়ে তার আস্তানায় অভিযান চালানো হচ্ছে বলে সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন।



তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে অভিযানে যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান নুরুল আফসার। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ গুলিবিনিময়ের পর নুরুল আফসারের পায়ে গুলি লাগে। এসময় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ আফসারকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক আফসারকে নিয়ে তার আস্তানায় অভিযান চালানো হচ্ছে। আরো অস্ত্র উদ্ধার হতে পারে৷

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।