ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

ইসমাইল হোসেন, মহিউদ্দিন মাহমুদ ও কাজী নাজমুল হক ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের নৃশংসতায় শহীদ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ‍জানাতে সকাল থেকে রাজধানীর মিরপুর ও রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নেমেছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত দু’টি স্মৃতিসৌধে ফুল নিয়ে এসে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনতার শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ দু’টি।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ১ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর এ স্মৃতিসৌধে ঢল নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা ও তাদের সংগঠন, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নারী-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের জনতা।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং বিচারে সর্বোচ্চ দণ্ড কার্যকর হচ্ছে- এ প্রাপ্তির সান্ত্বনা থেকেই এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করে তোলার নীলনকশা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের দোসর রাজাকার-আলবদরদের সহযোগিতায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বেছে বেছে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে তারা।

বিজয় উদযাপনের দু’দিন আগে এ দিবসটি বরাবর গভীর শোকাবহে পালন করে বাঙালি জাতি।

সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এতে নেতৃত্ব দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

এরপর শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, দলের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), দলের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম, দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল, দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। শ্রদ্ধা জানান শিশু-নারী-বৃদ্ধসহ সর্বস্তরের জনতা।

বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনতা স্লোগানে স্লোগানে বলছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর স্বস্তির। তবে আরও যারা বাকি রয়েছে, সেই যুদ্ধাপরাধীদেরও বিচার সম্পন্ন করতে হবে। এতে হানাদার ও তাদের দোসরদের নৃশংসতায় শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মা শান্তি পাবে। শহীদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন  দেখেছেন, সে দেশ গড়তেও সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় এক হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা।

এদিকে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে জাগরণী কবিতা আবৃত্তি করছেন জাতীয় শিল্পকলা এক‍াডেমির শিল্পীরা। তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা জানাতে আসা জনতাকে উদ্বুদ্ধ করছেন।

অন্যদিকে, মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলে রাখা রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধও ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে জনতা। সকাল থেকে সেখানেও জনতার ঢল নামে। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পরিবহমন্ত্রী শাহজাহান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্ট নাগরিকেরা। এখানে শ্রদ্ধা নিবেদন করে সেক্টর কমান্ডার্স ফোরামসহ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিভিন্ন সংগঠনও। সেক্টর কমান্ডার্স ফোরাম রায়েরবাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে পাকিস্তানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনে প্রতিবাদলিপি নিয়ে গেছে।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বিকেলে রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভা রয়েছে। সভা রয়েছে বিএনপিরও।

** সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি
** অনাদরে ১০ বধ্যভূমি, নেই সংরক্ষণের উদ্যোগ!
** বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
** শিশুদের প্রতীকী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
** শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এমইউএম/এনএইচএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।