ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরের সাব-রেজিস্ট্রারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
গাজীপুরের সাব-রেজিস্ট্রারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

ঢাকা: রাজস্ব ফাঁকি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রার জসিম উদ্দিন মো. তৌফিক এলাহীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ ডিসেম্বর) দুদক সূত্র অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযোগ অনুসন্ধানের জন্য সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শেখ আব্দুস ছালামকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



সূত্র আরও জানায়, গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রার জসিম উদ্দিন মো. তৌফিক এলাহীর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে, ২০১৩ সালে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। ওই নথির সঙ্গে নতুন করে রাজস্ব ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের এ অভিযোগ যুক্ত করে অনুসন্ধান শুরু করে করে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এডিএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।