ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে মুক্তি পাচ্ছেন কয়েদি রাজু

আবাদুজ্জামান শিমুল, শেখ জাহাঙ্গীর আলম ও নুরুল আমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিজয় দিবসে মুক্তি পাচ্ছেন কয়েদি রাজু ফাইল ফটো

ঢাকা: মহান বিজয় দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বল্পমেয়াদে সাজাপ্রাপ্ত মো. রাজু নামে এক কয়েদি মুক্তি পাচ্ছেন।

কারাগারা সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানায়, ভালো আচার-আচরণ ও কারাগারের নিয়ম-নীতি মেনে চলার উপর ভিত্তি করে দুজন স্বল্পমেয়াদী বন্দির মুক্তির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ওই প্রস্তাবনাটি বিবেচনা করে মন্ত্রণালয় দুজনের মধ্যে একজনকে কারামুক্তি দেওয়ার অনুমতি দেয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজু নামে ওই কয়েদির মুক্তি সংক্রান্ত একটি চিঠি কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

এ বিষয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, এ বছর বিজয় দিবস উপলক্ষে স্বল্পমেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি মো. রাজু মুক্তি পাচ্ছেন।

তিনি বলেন, রাজু নামে এই কয়েদিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। বিজয় দিবস উপলক্ষে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে মন্ত্রণালয় তার মুক্তির অনুমতি দিয়েছে।

বিজয় দিবসে কারাবন্দি ও কয়েদিদের জন্য দিনের তিন বেলায় বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান জেল সুপার।

তিনি বলেন, কারাবন্দি ও কয়েদিদের সকালের নাস্তায় খেতে দেওয়া হবে পায়েস ও মুড়ি। দুপুরের খাবারের মেনুতে থাকছে সাদা ভাত, আলুর দম ও রুই মাছের তরকারি। বিজয় দিবসের রাতে কারাবন্দি ও কয়েদিদের খাবারের মেনুতে থাকছে পোলাও, গরুর ও খাসির মাংস এবং সালাদ। সঙ্গে থাকছে সবার জন্য একটি করে চমচম। সব শেষে রয়েছে পান-শুপারির ব্যবস্থা।

বিজয় দিবস উপলক্ষে সব স্টাফ ও বন্দিদের জন্য আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, কারাগারের স্টাফদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কারাবন্দিরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেরাই গান গাইবেন এবং বাদ্যযন্ত্র বাজাবেন।
 
কারাবন্দিদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সর্বশেষ হিসাব অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৮ হাজার বন্দি ও কয়েদি অন্তরীণ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এজেডএস/এসজেএ/এনএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।