ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো রাসিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বসবাসরত খেতাব প্রাপ্ত, যুদ্ধাহত ও রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাসিকের গ্রিন প্লাজায় তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাসিকের মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল খালেক বীর বিক্রম, বদিউজ্জামান টুনু বীর প্রতীক, ড. মুহাম্মদ শামসুল আলম বীর প্রতীক, সাবেক জেলা কমান্ডার সাইদুর রহমান, সাবেক মেয়র অ্যাডভোকেট আব্দুল হাদী ও দুরুল হুদা, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সচিব সৈয়দা জেবিননিছা সুলতানাসহ বীর মুক্তিযোদ্ধারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা এ দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মই পারে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপদান করতে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।