ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পানের বরজে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
কালীগঞ্জে পানের বরজে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি পানের বরজে অগ্নিকাণ্ডে দুই বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।



বুধবার (৬ জানুয়া‍রি) দুপুরে উপজেলার বলরামপুর কাগমারি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা বাংলানিউজকে বলেন, দুপুরে বলরামপুর কাগমারি মাঠে পানের বরজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ততক্ষণে ওই গ্রামের ইসারত, বিশ্বজিত, সবুর ও বুদ্ধিশ্বরের দুই বিঘা জমির প্রায় ১০ লাখ টাকার পান পুড়ে যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।