ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘কালি ও কলম’ পুরস্কার পাচ্ছেন রাজশাহীর কবি শামীম হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
‘কালি ও কলম’ পুরস্কার পাচ্ছেন রাজশাহীর কবি শামীম হোসেন শামীম হোসেন

রাজশাহী: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক ম্যাগাজিন কালি ও কলম প্রবর্তিত ‘কালি ও কলম তরুণ কবি এবং লেখক পুরস্কার-২০১৫’ পাচ্ছেন রাজশাহীর কবি শামীম হোসেন। তার রচিত ‘ধানের ধাত্রী’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে এ পুরস্কার পাচ্ছেন তিনি।


 
আগামী ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও অর্থমূল্য এক লাখ টাকা প্রদান করা হবে।
 
কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি দেড় দশকের বেশি সময় ধরে আত্মমগ্ন রয়েছেন কবিতা চর্চায়। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো- বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (কাব্য-২০০৭), পাখি পাখি ভয় (কাব্য-২০১১), উপমাংসের শোভা (কাব্য-২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (কাব্য-২০১৩), ধানের ধাত্রী (কাব্য-২০১৫) এবং এক তুড়ি ছয় বুড়ি (ছড়া-২০০৮)।

কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘ ১৫ বছর ধরে প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। বর্তমানে তিনি রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ এ সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।