চাঁদপুর: চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় কার্গোর সঙ্গে ধাক্কায় খেয়ে ৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলার ডুবে গেছে।
এ ঘটনায় এখনো শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তেলির মোড় থেকে ইশানবালার দিকে যাওয়ার পথে মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী বাংলানিউজকে জানান, ট্রলারে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এর মধ্যে অনেকেই সাঁতরিয়ে এবং জেলেদের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হয়। এদের মধ্যে আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসাধীন। বাকি শিশুসহ পাঁচজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঘটনাস্থলে আসেন। সঙ্গে জেলা প্রশাসক মো. আব্দস সবুর মণ্ডলসহ কর্মকর্তারা ছিলেন। এ সময় মন্ত্রী উদ্ধার হওয়া আহত ১৩ জনকে পাঁচ হাজার টাকা করে চিকিৎসার জন্য দেন।
পরে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত ও নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এদিকে ট্রলারটি ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস সম্মিলিত ভাবে মেঘনা তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ