কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে দ্রুতগামী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও তাদের মেয়েসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই দম্পতির আরও দুই মেয়ে।
সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন- রাজধানীর শ্যামলীর মানসিক রোগ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফজলুল বারী মিঠু, তার স্ত্রী (৩৫), মেয়ে (৬) এবং গৃহকর্মী (১৪)।
দুর্ঘটনার পর আহত দু’জনকে তৎক্ষণাৎ নিকটস্থ ইলিয়টগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীর মরদেহ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং তাদের মেয়ে ও গৃহকর্মীর মরদেহ ইলিয়টগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে পালিয়ে গেছে ঘাতক বাসচালক।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এইচএ/