ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জয়পুরহাটে ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাট শহরের প্রধান সড়কে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক থেকে ৩৬০ বোতল ফেনসিডিলসহ রাইহান (২৬) ও তপু (২১) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় শহরের কংকা শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়।



আটক যুবকরা হলেন-জয়পুরহাট সদরের পুরানাপৈল বাজারের বাসিন্দা ট্রাক চালক রাইহান ও জয়পুরহাট শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা ট্রাকের হেলপার তপু।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল বাংলানিউজকে জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৬৯৮১) সিলেটের উদ্দেশে রওয়ানা দেয়। পথে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের কংকা শো-রুমের সামনে পুলিশ ট্রাকটি থামিয়ে তল্লাশি করে।

এ সময় ট্রাকের কেবিন থেকে ৩৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক রাইহান ও সহকারী তপুকে আটক করে পুলিশ।

আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা বাংলানিউজকে জানান।      

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।