ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেউ টাকা চাইলে হাত ভেঙে দেওয়া হবে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
কেউ টাকা চাইলে হাত ভেঙে দেওয়া হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগান সামনে রেখে ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর উপকণ্ঠ সাভারে সূচনা অনুষ্ঠান করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা হলরুমে ‘কার্যক্রমের সূচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে ভূমি সক্রান্ত সমস্যা সমাধানে মুক্ত আলোচনা করা হয়।

সহকারি সেটেলমেন্ট অফিসার মো. আমির হোসেন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, সেটেলমেন্ট অফিসে কোনো টাকা লাগবে না। কেউ টাকা চাইলে হাত ভেঙে দেওয়া হবে।

সনাকের সহ-সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল‍া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২০০৫ সালের পর থেকে দলিলের ফরম্যাট অনেক সহজ হয়েছে। ক্রমন্বয়ে হিসাব সহজ হচ্ছে। সামর্থে্যর মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আমদের প্রেরণা দিন। ইতিবাচক কাজে সাহায্য সহযোগিতা করুন।

মুক্ত আলোচনায় বক্তারা ভূমি সংক্রান্ত জটিলতা রোধে সংশ্লিষ্ট প্রসাশনের প্রতি আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সমাজসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।