পাবনা: পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে পাবনা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
পাবনার সিভিল সার্জন ডা. মো. তাহাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ পর্যায়ে পাবনায় ১ হাজার ৯১২টি কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী প্রায় ৯ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/