ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীর বিপণি বিতান ‘স্বপ্ন’কে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বনানীর বিপণি বিতান ‘স্বপ্ন’কে জরিমানা

রাজধানীর বনানীতে বিপণি বিতান ‘স্বপ্ন’কে এক লাখ ২৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা: রাজধানীর বনানীতে বিপণি বিতান ‘স্বপ্ন’কে এক লাখ ২৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানীর বিপণি বিতান ‘স্বপ্ন’তে অভিযান চালিয়ে একইসঙ্গে মাছ ও মাংস হিমায়িত রাখা এবং প্যাকেটের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় মামলাসহ এক লাখ ২৫ হাজার জরিমানা করা হয়।

এ সময় শেফ কুইজিন এবং সুইস বেকারির ফ্রিজারে বিভিন্ন প্রকার খাবার একইসঙ্গে হিমায়িত রাখায় দুইটি মামলাসহ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ফুটপাত অবৈধ দখলের অভিযোগে বনানী সিটি করপোরেশন কমিউনিটি সেন্টার সংলগ্ন পাঁচটি ফুলের দোকানের প্রতিটিকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।