বগুড়া: বগুড়া শহরে পৃথক অভিযান চালিয়ে ৪শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন- শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জুয়েল সরকার (৩২) ও কাটনারপাড়ার লোকমান হোসেনের ছেলে আতিকুর রহমান (২৬)।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাড্ডিপট্টি ও শেরেবাংলা নগর এলাকায় র্যাবের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে।
এ সময় ৪শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমবিএইচ/জিপি/আরআই