সিলেট: সিলেটে কলেজ ছাত্র মিসবাহ উদ্দিন হত্যার প্রধান আসামি কবীর আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে সিলেট পুলিশ।
কবীর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নের বলদী গ্রামের সোনা মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়াজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে জানান।
তিনি জানান, আসামি কবীরকে গ্রেফতার করে ঢাকা থেকে সিলেটে আনা হচ্ছে।
এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনের সড়কে প্রকাশ্যে মিসবাহ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত মিসবাহ নগরীর কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের রহমত উল্লার ছেলে। তিনি নগরীর মজুমদারী কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।
**সিলেটে কলেজছাত্র খুনের ঘটনায় কবিরকে খুঁজছে পুলিশ
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এনইউ/এএটি/টিআই