পিরোজপুর: ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে ৠালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতা চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর নদের খেয়াঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করে।
র্যালির নেতৃত্ব দেন-জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ ফিরোজ রব্বানী প্রমুখ।
পরে শপথ বাক্য পাঠ করেন নাগরিক নেতা অ্যাডভোকেট এম এ মান্নান।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোক মিছিল করে বলেশ্বর নদের বধ্যভূমি শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ও স্বাধীনতা চত্বরে আলোচনা সভা।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরএ