বগুড়া: বগুড়া শহরের ফ্লাওয়ার মিল ও সোপ ফ্যাক্টরিকে প্রতারণার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত একজন হাতুড়ে কান চিকিৎসকের (কান খোচানী) যন্ত্রপাতি ও মাইক জব্ধ করেন।
বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা সার্বিক সহায়তা করেন।
সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শহরের গোকুলে অবস্থিত নবীন অটো ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। মিলে ময়দার জন্য ২টি নামে বিএসটিআই অনুমোদন নিয়ে মোট ৬টি নামে ময়দা উৎপাদন করা হচ্ছে। প্রতারণামূলকভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করায় বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এর ২টি ধারায় ১লাখ ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শহরের কালিবালা মাটিডালী এলাকায় নিউ শাহ আমানত সোপ ফ্যাক্টরি কোনো লাইসেন্স না থাকায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বশেষ সাতমাথা সংলগ্ন খোকন পার্কের সামনে একজন হাতুড়ে কান চিকিৎসকের যন্ত্রপাতি জব্ধ করা হয়। পাশাপাশি বিকট শব্দে সার্কিট হাউজের সামনে মাইক বাজানোয় একটি মাইক জব্দ করেন আদালত।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/বিএস