সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তাদের একটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।
এর আগে সকাল ৯টা ৮ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে একই মামলার ১৮ আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালতে হাজির আসামিরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানা, র্যাবের সদস্য এসআই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান, এএসআই আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক, হাবিলদার নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী আবু তৈয়্যব, সিপাহী নুরুজ্জামান, সিপাহী আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৬ জানুয়ারি)। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনে এ রায় ঘোষণা করবেন। মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায়ের এ দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ১২ জন পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ইএস/এজেডএস/পিএম/জিপি/বিএস